রাজধানীর সাভার উপজেলার আশুলিয়া থানায় অপহৃত ১৩ বছরের এক কিশোরীকে ৩৪ দিন একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত মো: মোফাজ্জল হোসেন ওরফে শাকিল (৩৮) ময়মনসিংহের তারাকান্দা থানার চরকৃষ্ণপুর এলাকার মো: আব্দুল গফুরের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জামগড়া বাঁশতলা এলাকার ভাড়াবাড়ি থেকে প্রয়োজনীয় কাজে বের হলে ১৩ বছরের ওই কিশোরীকে অপহরণ করা হয়। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরও যখন কিশোরী বাসায় না ফিরে, তখন আত্মীয় স্বজনদের বাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে, ১৮ মার্চ (মঙ্গলবার) রাত ৮টার দিকে ভুক্তভোগীর বোন গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ দিন পর জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন মো: রাশেদের মালিকানাধীন বাড়ির একটি কক্ষে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে দেখতে পায় । সেই সময় কিশোরীর বোনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত শাকিল।
ভুক্তভোগী কিশোরী জানায়, অভিযুক্ত শাকিল তাকে কৌশলে অপহরণ করে একটি বাসায় নিয়ে আটক রাখে। জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। শারীরিক সম্পর্ক করতে অপারগতা প্রকাশ করলেই মারধর করাসহ তার পরিবারের লোকজনদের হত্যা করার হুমকি দেয়।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সোহেল রানা তালুকদার জানান, উদ্ধারের পর ভুক্তভোগীকে পরীক্ষা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই কিশোরীর বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।