বাজারে দাম নিয়ন্ত্রণ ও ডিমের সরবরাহ বাড়াতে দেশের ৪২টি প্রতিষ্ঠানকে ১৮ কোটি ৮০ লাখ পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, লাগামহীন ডিমের বাজার নিয়ন্ত্রণে গত ১৫ সেপ্টেম্বর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছিল সরকার। সরকারের নির্ধারিত প্রতি পিস ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা দরে বিক্রি হওয়ার কথা।