৪৩ তম বিসিএস থেকে বাদ যাওয়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোখলেসুর রহমান।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে ৪৩ তম বিসিএস থেকে বাদ যাওয়াদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি।
এ সময় সিনিয়র সচিব বলেছেন, ৪৩ তম বিসিএস থেকে বাদ যাওয়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তদন্ত শেষ, দ্রুত সময়ের মধ্যে এটা করা হবে।
মহার্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও সেখানকার একজন মেম্বার। এরইমধ্যে ২টি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিঘ্রই হবে।
তবে এবার হবে ব্যতিক্রম। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না, কিন্তু এবার তারা পাবেন। একটা রিজেনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এ মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে।