৩ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চাকুরীচ্যূত ও ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবার এবং বিডিআর কল্যাণ পরিষদ।
রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শহরে মিছিল শেষে সাতমাথায় ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক চাকুরীচ্যূত বিডিআর এবং তাদের পরিবারসহ কারাবন্দি বিডিআরদের পরিবারের সদস্যরা।
এসময় বক্তব্য দেন ডিএডি মো: নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সমন্বয়ক জিয়াউল হক জিয়া, সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: এরশাদুল বারী এরশাদ, ছাত্র প্রতিনিধি মো: আল জাবের, সাকিব খান, জাকিরুল, বিডিআর সদস্য আলতাফ হোসেন, আশিকুর রহমান, জুলফিকার, গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন, কামাল পাশা, এনামুল হক।
বক্তারা বলেন, পিলখানাসহ সারাদেশের চাকরিচ্যূত সকল বিডিআর সদস্য ও তাদের পরিবারকে পুনর্বাসনপূর্বক চাকরিতে পুনর্বহাল করতে হবে। কারাবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উদঘাটন এবং অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় এই মানববন্ধন কর্মসূচিতে।