চলতি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতের চাহিদা পূরণে রাশিয়া ও সৌদি আরব থেকে মোট ৭০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ৪১৮ কোটি ৩৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি (পটাশ) এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে।
কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার ‘প্রডিনটর্গ’ কোম্পানির সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে চুক্তির আওতায় ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই সারের জন্য মোট ব্যয় হবে ১১২ কোটি ১৩ লাখ ১৪ হাজার ২০০ টাকা, যেখানে প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০৬.৩৭ মার্কিন ডলার।
অন্যদিকে, সৌদি আরবের ‘মা’আদেন’ কোম্পানির সঙ্গে বিএডিসির চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই সারের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩০৬ কোটি ২২ লাখ টাকা, প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২৭.৫০ মার্কিন ডলার।
বৈঠকে শুধুমাত্র সার নয়, পাশাপাশি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ও চাল আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। তবে এসব পণ্যের আমদানির পরিমাণ ও ব্যয়ের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
সরকারের এ সিদ্ধান্ত দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।