পটুয়াখালীর কুয়াকাটায় ৪ বছরের সন্তানের সামনেই বাবা-মা’র গলায় ফাঁস নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কুয়াকাটা উপজেলার লতাচাপলী ইউনিয়নের আছালতখাঁ পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত মো: আরিফ হোসেন (২৬) ওই এলাকার মো: আলী হোসেনের ছেলে এবং স্ত্রী রিয়া মনির (২২) বাবার বাড়ি আমতলী উপজেলার শাখারিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়া মনি এবং ৪ বছরের কন্যা শিশু সুমাইয়া ছিল। সোমবার বিকেলে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হয়। সন্ধ্যায় তাদের একমাত্র মেয়ে সুমাইয়ার সামনেই তারা ২ জন গলায় ফাঁস দেন।
কন্যা শিশু সুমাইয়া তার বাবাকে ঘরের আড়ার সঙ্গে এবং মাকে বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়দের ডেকে আনে। পরে প্রতিবেশীরা তাদের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয় নিহতদের সন্তান সুমাইয়া বলে, বাবা আমার মা’কে ভাত রান্না না করার জন্য মারধর করেছে। তারপর আমার মা গলায় ফাঁস দিয়েছে। এটা দেখে পরে বাবাও গলায় ফাঁস দিয়েছে। এরপর আমি গিয়ে পাশের বাড়ির লোকজনদের ডেকে এনেছি।
৪ বছরের সন্তানের সামনেই বাবা-মা’র গলায় ফাঁস নেওয়ার বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার বলেন, স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।