৫৩ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশে এসেছে। বুধবার (১৩ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানি জাহাজটি বাংলাদেশ আসার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে।
জানা গেছে, পাকিস্তান থেকে সেই জাহাজে ৩৭০টি কন্টেইনার এসেছে। এরমধ্যে পাকিস্তানের করাচি থেকে জাহাজে লোড হয়েছে ২৯৭টি কন্টেইনার, আর বাকিগুলো দুবাই থেকে লোড হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসব কন্টেইনারে যেসব পণ্য রয়েছে সেগুলো হলো, ফ্রেবিকস, চুনাপাথর, পেঁয়াজ, সোডা অ্যাশ, ডলোমাইট ও ম্যাগনেশিয়াম কার্বোনেট। এসব পণ্যের ওজন আনুমানিক ৬ হাজার ৩৩৭ টন। এর মধ্যে ১১৫টি কন্টেইনারে সোডা অ্যা রয়েছে। ৪৬টি কন্টেইনারে ডলোমাইট রয়েছে।
চট্টগ্রাম বন্দর কাস্টমস কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল ছিল। এছাড়াও কাঁচ শিল্পের কাঁচামাল, কাঁচামাল, রঙ কাপড় ও গাড়ির যন্ত্রাংশ রয়েছে। ৪২টি কন্টেইনারে ছিল পেঁয়াজ, আর ১৪টি কন্টেইনারে আলু রয়েছে।
আরব আমিরাতের দুবাই থেকে থেকে আসা কন্টেইনারে আছে খেজুর, মার্বেল, কপার ওয়্যার, জিপসাম, ক্লক ও লোহার টুকরোসহ অন্যান্য পণ্য এসেছে বলে কাস্টমস সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্যাসিফিক জিনস, নাসির গ্লাস, হাফিজ করপোরেশন, এক্স সিরামিকস, এম আর ট্রেডিংস ও আকিজ গ্লাস কারখানা এসব পণ্য আমদানি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।