কলকাতায় আসন্ন দূর্গা পুজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ। এ কারণে কলকাতার বাজারে প্রতি পদ্মার ইলিশ সাড়ে ৩ হাজার রুপিতে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার টাকা। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ।
কলকাতার বাজারের পাইকারি মাছবিক্রেতারা বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে মাছ আসছে ভারতে। এখন পদ্মার ইলিশের চাহিদার কারণে দাম একটু বেশিই হয়েছে। আসন্ন শারদীয় উৎসব এর এক মাস পরে ইলিশে দাম কমবে বলেও জানান ব্যবসায়ীরা।
কলকাতায় আগে ১২০০ থেকে ১৫০০ রুপিতে ইলিশ বিক্রি হতো। তবে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিতে ভারতে নিষেধাজ্ঞা জারির পর সেখানকার বাজারে ইলিশেi দাম এখন আকাশচুম্বী।
কলকাতার আমিতা মুখার্জি নামে র এক বাসিন্দা বলেন, সাড়ে ৩ হাজার রুপি দিয়ে ইলিশ কিনেছেন তিনি। কারণ শারদীয় উৎসব উপলক্ষে বাড়ির সবাই ইলিশ খেতে চায়। কিন্তু বাজারে ইলিশের দাম প্রচণ্ড বেশি হওয়ায় বিপাকে পড়েছেন তারা।