গত সপ্তাহজুড়ে টানা বৃষ্টির মধ্যে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। রবিবার (০৬ অক্টোবর) খুচরা বাজারে সর্বোচ্চ ৪০০ টাকা কেজি দামে মরিচ বিক্রি হয়েছে। সপ্তাহখানেক আগেও বাজারে ১৮০ থেকে ২২০ টাকা কেজি দামে কাঁচা মরিচ কেনা যেতো।
আজ রবিববার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, শেওড়াপাড়া ও টাউনহল বাজারের খুচরা বিক্রেতারা এসব তথ্য জানিয়েছেন।
বর্তমানে বাজারে দেশীয় ও আমদানি করা উভয় ধরনের কাঁচা মরিচই বিক্রি হচ্ছে। বন্যা, গরম বা অতিবৃষ্টির কারণে গত ৩-৪ মাসে বাজারে বেশ কয়েকবার মরিচ এর দাম ওঠানামা করেছে।
তবে বেশির ভাগ সময় কাঁচা মরিচ ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। গত সপ্তাহেও ১৮০ থেকে ২২০ টাকা দমে মরিচ বিক্রি হয়েছে। এরপর দাম ক্রমাগত বাড়তে থাকে।
সর্বশেষ গতকাল শনিবার বাজারে কাঁচা মরিচ এর দাম বেড়ে ৫০০ টাকায় পৌঁছায়। যদিও আজ রবিবার মরিচের দাম কিছুটা কমে কেজিতে ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।