শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বন্যার প্রভাবে চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হাজার ছুইছুই

বিশেষ সংবাদ

বন্যার প্রভাবে চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচের সরবরাহ ব্যহত হওয়ায় মরিচের সংকট দেখা দিয়েছে। এতে চট্টগ্রামের বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে ।

চট্টগ্রামের খুচরা বাজারে ১০০ গ্রাম কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাবে, প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ছে ১ হাজার টাকা। অন্যদিকে পাইকারি বাজারে এদিন আমদানী না থাকায় কাঁচা মরিচ বিক্রি হয়নি।

জানা যায়, চট্টগ্রামের বাজারে বেশিরভাগ সবজি আসে ফরিদপুর, জামালপুর বগুড়াসহ বিভিন্ন এলাকা থেকে। দেশে বন্যার কারণে গত তিন দিন ধরে চট্টগ্রামে যান চলাচল প্রায় বন্ধ। এতে চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচ আসছে না। এর ফলে বাজারে কাঁচা মরচিরের সংকট দেখা দিয়েছে। এ সুযোগে খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন ।

চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। কয়েকেটি দোকানে দেশি কিছু কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এসব দোকানে প্রতি ১০০ গ্রাম কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম শুনেই বাজরের অনেক ক্রেতা কাঁচা মরিচই কিনছেন না।

বাজারের এক ক্রেতা বলেন, গত শুক্রবার বাজারে কাঁচা মরিচের দাম ৬০০ থেকে ৬৫০ টাকা ছিলো। আজ সেই মরিচের দাম দেখলাম প্রতি কেজে ১ হাজার টাকা।

শনিবার বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, চট্টগ্রামের বৃহত্তম সবজির বাজার রেয়াজুদ্দিন বাজারের কয়েকটি আড়তে কাঁচা মরিচ ছিল। সেগুলো প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বন্যার প্রভাবে গত দুই দিন বাজারে কাঁচা মরিচ আসেনি। আর এই কারণে মরিচের সংকট দেখা দিয়েছে।

চট্টগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বাজারে কাঁচা মরিচের সরবরাহ না থাকলে দাম বাড়তি নেওয়ার কোনও সুযোগ নেই। আমাদের কাছে কয়েকজন এ ব্যপারে অভিযোগ দিয়েছেন। বাজারে মনিটরিং করে ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত

চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী মো: ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর...

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

জনপ্রিয়

অপরাধ

00:03:29

আ.লীগ দেশি-বিদেশি প্রভুদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। পতিত আ.লীগ দেশি-বিদেশি প্রভুদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দেশে...

আ.লীগ দেশি-বিদেশি প্রভুদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। পতিত আ.লীগ দেশি-বিদেশি প্রভুদের...

পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৫ শিক্ষার্থী...