৭ দিনের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ২০ বেড়ে এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাছ, মাংস, ডিম, মুরগি ও সবজিসহ বেশিরভাগ পণ্যের দাম চড়া। সস্তা দামে পরিচিত পেঁপের প্রতি কেজিও এখন ৮০ টাকা।
অন্যদিকে সোনালি মুরগির দাম বেড়েছে। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৬০ টাকা। পোল্ট্রি মুরগির ডিমের দামও ১ সপ্তাহের ব্যবধানে বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। মঙ্গলবার (২১ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।
রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রহিম আলী বলেন, সব সবজির দামই চড়া। তীব্র গরমের কারণে ক্ষেতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। এর প্রভাব পড়ছে বাজারে।
এদিকে দেশের বাজারে পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০ থে ৭৫ টাকা, যা আগের চেয়েও ৫ টাকা বেশি। এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা। এছাড়া মাছের বাজারে ক্রেতারা মাছ কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। নদী ও হাওরের মাছ নিম্ন আয়ের মানুষের কেনার সাধ্যের বাইরে। চাষের মাছও এখন বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে।