রাজধানীর তেজগাঁও আড়তে ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রোববার (১৩ অক্টোবর) রাতে তেজগাঁও আড়তে ডিমের কোনও ট্রাক আসেনি।
তেজগাঁওয়ের ব্যবসায়ীরা জানান, বর্তমান সরকারের নির্ধারিত দামের চেয়েও বেশি দামে তাদের ডিম কিনতে হচ্ছে। কিন্তু ওব কেনা দামের ভিত্তিতে তা বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা।
সরকারের নির্ধারিত ডিমের দাম নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। তাই ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানার ভয়ে ব্যবসায়ীরা ডিম বিক্রি বন্ধ রেখেছেন। ফলে গতকাল রবিবার রাতে রাজধানীর তেজগাঁও আড়তে ডিমের কোনও গাড়ি আসেনি এবং কোনও ডিমও বিক্রি হয়নি এই আড়ত থেকে।
রাজধানীর খুচরা বাজারে সরজমিনে গিয়ে দেখে গেছে, বাজারে পল্ট্রি মুরগির এক ডজন ডিম ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ডিমের সরবরাহ তুলনামূলক কম বলেও জানান খুচরা বিক্রেতারা।
তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: আমানত উল্লাহ বলেন, বর্তমান সরকার খুচরা পর্যায়ে ডিমের যে দাম নির্ধারণ করেছে, তার চেয়ে অনেক বেশি দাম দিয়ে আমাদের খামারিদের নিকট থেকে ডিম কিনতে হচ্ছে। এই কারণে বিক্রিও করতে হচ্ছে অনেক বাড়তি দামে। তিনি উদাহরণ হিসেবে বলেন, রবিবার রাতে আমরা পাইকারিতে প্রতিটি ১২ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছি। ১২ টাকা থেকে ১২ টাকা ২০ পয়সা দরে আমরা এই ডিম কিনেছি।