রাজশাহীর বাগানে থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু আম। গ্রীষ্মের শুরুতেই সেই প্রতীক্ষিত ফল পাড়ার সময় চূড়ান্ত করল জেলা প্রশাসন। বেঁধে দেওয়া হয়েছে দিনক্ষণ—কবে কোন জাতের আম বাজারে উঠবে।
বুধবার (৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে আমচাষি, ব্যবসায়ী, কৃষি বিভাগ ও গবেষকদের সঙ্গে আলোচনা শেষে আম পাড়ার সময়সীমা ঘোষণা করা হয়। জেলা প্রশাসক আফিয়া আখতার জানান, অপরিপক্ব আম বাজারে এলে নেওয়া হবে ব্যবস্থা।
গুটি আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, রানি পছন্দ ও লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর ৩০ মে, ল্যাংড়া ও ব্যানানা ম্যাংগো ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, বারি আম-৪ ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌরমতি বাজারে উঠবে ১৫ জুলাই।
বাগান মালিকরা জানান, কিছু আম নির্ধারিত সময়ের আগেই পরিপক্ব হয়ে পড়ে। ফলে আম তুলতে গিয়ে তারা কিছুটা বিড়ম্বনায় পড়েন। তবে প্রশাসনের নির্দেশনা মেনে চলতেই তারা প্রস্তুত।
চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এই বিশাল পরিমাণ আম ধাপে ধাপে বাজারে আসবে জুন-জুলাই জুড়ে। অবশেষে আম পাড়ার সময়সূচি চূড়ান্ত করেছে রাজশাহী জেলা প্রশাসন।