বাজার স্থিতিশীল রাখতে সরকারের বেঁধে দেয়া ডিম-মুরগির দাম এখন পর্যন্ত রাজধানীর বাজারে কার্যকর হয়নি। নির্ধরিত দাম কার্যকর করতে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, করেছে জরিমানাও। ক্রেতাদের দাবি, বাজারে নজরদারি জোরদার আর ব্যবসায়ীদের নৈতিকতা রেখে মুনাফা করতে হবে।
সরকার ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও বাজারে এর বাস্তবায়ন দেখা যায়নি। এখনো বিক্রেতারা নিজেদের দামেই বিক্রি করছেন পণ্য। ক্রেতারা জানিয়েছে, সরকারি প্রজ্ঞাপনের বাস্তবায়ন এখনো হয়নি, এর সাথে কাটেনি বাজারে অস্থিরতা।
ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোহাম্মদপুর টাউন হল বাজারে অভিযান পরিচালনার সময় দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগিতে ২২ টাকা করে লাভ করছেন ব্যবসায়ীরা। অপরদিকে ডজন প্রতি ডিমে লাভ করছেন ৭ টাকা।
সরকার দাম বেঁধে দিলেও একাংশ ব্যবসায়ী দাবি করছে, এই দামে ডিম-মুরগি বিক্রি করলে লাভ একেবারেই থাকে না। খামারিদের থেকে ডিম বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, এমন অজুহাত ব্যবসায়ীদের। তবে যারা নির্ধরিত দাম মেনে ডিম বিক্রি করছেন, তাদের ভাষ্যমতে, সরকারের বেঁধে দেওয়া দাম যৌক্তিক, এর সাথে থাকছে মুনাফাও।
খামারিরা যদি দাম বেশি রাখে তাহলে সে ব্যাপারে তদন্তের আশ্বাস দিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তার। সরকারের বেঁধে দেওয়া দাম না মানার কারণে মোহাম্মাদপুরের ২টি দোকানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে এ প্রতিষ্ঠানটি।