সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম। রবিবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর আগে কাঁচামরিচরে দাম ছিলো কেজিতে ৩৫০ টাকা।
তবে সবজির বাজার অনেকটাই স্থিতিশীল। এদিন বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০, ঢেঁড়স ৪০ থেকে ৫০, পেঁপে ৩৫ থেথে ৪০ আর পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ ও আলু ৬০ টাকা কেজিতে।
অপরদিকে রাজধানীর বিভিন্ন বাজারে মাছের সরবরাহ বেড়েছে। দামও অনেকটা স্থিতিশীল রয়েছে। বড় আকারের রুই মাছ বিক্রি হচ্ছে কেজিতে ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাঙ্গাশ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
এদিকে মাসখানেক ধরে চড়া থাকা চালের বাজারে স্বস্তির খবর মিলছে না। বাজারে মিনিকেট চাল ৭০ থেকে ৭২, নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ আর আটাশ ৫৮ থেকে ৬০ টাকায়। ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ ও সোনালি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়।
সবটা বুজলাম এই দাম কমনে কোন কাজ হবেনা… ১১০ টাকা পেঁয়াজের দাম কেন থাকবে… পেঁয়াজের দাম ৪0 টাকা হতে হবে…পাংঙ্গাস মাছ আর তেলাপিয়া সেটা ও দাম অনেক বেশী… বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সেটার কথা তো কোন উল্লেখ নেই কারন কি? ইলিশ মাছ ভারতের সাথে রপ্তানি বন্ধ হয়েছে অনেক আগে তাহলে সেই ইলিশের দাম কমেনা কেন?