ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যায় হবে ৯৫ কোটি ৪০ লাখ টাকা।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে মসুর ডাল ক্রয়ের অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, অন্তর্বতীসরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে উপদেষ্টারা গণমাধ্যমে বলেন, দেশের বাজারে আমরা পণ্য সরবরাহ নিশ্চিত করতে চাই। আজকে আমরা মুসুর ডাল সার, সয়াবিন তেল ও চাল ক্রয়ের অনুমোদন দিয়েছি। এতে বাজারে সয়াবিনের দাম সহনীয় হতে পারে। রমজান পর্যন্ত বাজারে সব ধরনের নিত্যপণ্য সরবরাহ করার চেষ্টা করছি যাতে বাজারটা আরেকটু সহনীয় থাকে। তবে আমাদের একটু সময় লাগবে। কারণ এসব পণ্য দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। লোড-আনলোডে সময় লাগে। মূলত আমাদের বাইরের দেশের ওপর নির্ভর করতে হয়।