আইএমডিবি ভারতীয় তারকাদের তালিকায় সবার উপরে রয়েছে দীপিকা পাড়ুকোনের নাম। বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী দীপিকা। তাকে সুপারস্টার পদক দিলেও ভুল হবে না। তাকে নিয়ে আলোচনা এখন উচ্চস্থানে। করণ আইএমডিবি ভারতীয় তারকাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
সময়টা ২০১৪ থেকে ২০২৪ সাল। এই সময়ে ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) ভারতীয় তারকাদের মধ্যে কাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে অথবা বেশিবার দেখা হয়েছে? এর ওপর ভিত্তি করে ১০০ জন ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এই তালিকার সবার উপরে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
তালিকাতে দেখা যাচ্ছে, বলিউড বাদশাহ শাহরুখ খান ২ নম্বরে রয়েছেন। ঐশ্বরিয়া রায় বচ্চন ৩ নম্বরে, আলিয়া ভাট ৪ নম্বরে আর ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। আমির খানের দেখা মিললো ৬ নম্বরে।
তবে লাকি ৭ নম্বর দখল করলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৮ নম্বরে রয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ৯ নম্বরে রয়েছেন হৃতিক রোশন, ১০ নম্বরে অক্ষয় কুমার।
আইএমডিবিতে প্রথম ৫ বলিউডের ৩ নায়িকা জায়গা করে নেয়ার কারণে নায়িকাদের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বলিউড আর দক্ষিণ ভারতের সিনেমার বড় বড় নায়কদের টেক্কা দিয়েছেন এই ৩ নায়িকা।
দক্ষিণ ভারতের নায়ক আল্লু অর্জুন, প্রভাস বা রাম চরণ জায়গা করতে পারেননি আইএমডিবিন প্রথম সারিতে। সামান্থা রুথ প্রভু রয়েছেন ১১ নম্বরে, বলিউডের অমিতাভ বচ্চন রয়েছেন ১২ নম্বরে, রণবীর কাপুর রয়েছেন ১৩ নম্বরে, রণবীর সিং রয়েছেন ১৯ নম্বরে আর ২০ নম্বরে জায়গা পেলেন অজয় দেবগণ।