আন্দোলনকারীদের ওপর ‘গরম জল’ ঢেলে দিতে বলেছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সাথে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন শোবিজের একদল তারকাশিল্পী। তারা কথা বলেছেন, শেখ হাসিনা সরকারের নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে।
আবার একদল তারকাশিল্পী ছিলেন নীরব ভূমিকায়। তারা দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের পক্ষে। গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের নিয়ে চলছে নানা রকম সমালোচনা।
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপে শিল্পীদের কথা বলায় কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে ফাঁস হওয়া সেই স্ক্রিনশটে দেখা গেছে আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো: আলী আরাফাত এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়।
আর এই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস ও সোহানা সাবার অবস্থান ছিলো ছাত্রদের আন্দোলনের বিপক্ষে। তাদের মতামত, যেভাবেই হোক এই আন্দোলন থামাতে হবে।
‘আলো আসবেই’ গ্রুপে ফেরদৌস আহমেদের পাশাপাশি সক্রিয় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা, তারিন জাহান, শামীমা তুষ্টি, তানভীন সুইটি, নায়ক রিয়াজ, সাজু খাদেমসহ অনেকে। বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঝড় উঠেছে।