বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

আমি তো সানি লিওন না: অভিনেত্রী শিরিন শিলা

বিশেষ সংবাদ

আমি তো সানি লিওন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার উঠতি নায়িকা শিরিন শিলা। চলচ্চিত্রের পর্দায় এ অভিনেত্রীকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন সময় নেতিবাচক কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছে। নিজের নামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম ‘মনগড়া কনটেন্ট’ ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন শিরিন শিলা

সম্প্রতি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এই অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে দাবি করা হয়েছে, সরকার পতনের পর থেকে যুবলীগের এক শীর্ষ নেতার সাথে গা ঢাকা দিয়েছেন শিরিন শিলা।

এছাড়া এ নায়িকার বিলাসী জীবন যাপন, তার আয় এবং বিদেশ সফর নিয়েও তোলা হয় নানা রকম প্রশ্ন। এর পাশাপাশি দাবি করা হয়েছে, এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সাথেও যুক্ত রয়েছেন। এ বিষয়গুলো নিয়ে শিরিন শিলা চরমভাবে ক্ষেপেছেন। তবে প্রথমদিকে এসবে নজর না দিলেও বাধ্য হয়ে এখন আইনের আশ্রয় নিতে হচ্ছে এ অভিনেত্রীকে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এমনটাই জানিয়েছেন শিরিন শিলা।

যেখানে শিরিন শিলা বলেছেন, ‘প্রায় ৬/৭ বছর আগে ক্যাসিনোকাণ্ডে কয়েকজন নায়িকার সাথে আমার নাম উঠে এসেছিলো। সেটাই এখন আপনারা আবারো টেনে আনছেন। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এক যুবলীগ নেতার সাথে আমার সখ্যতা রয়েছে। তাদের সাথে আমি বিদেশ সফরে গেছি। যে কারণে সরকার পতনের পর আমি গা ঢাকা দিয়েছি।’

তাদেরকে মিথ্যা প্রমাণ করে এ অভিনেত্রী বলেছেন, ‘দেখুন, আমি আমার বাসাতেই আছি। গা ঢাকা কেন দিবো? আর এখানে যাদের কথা বলা হচ্ছে, আমার জানামতে তারা এখন জেলে রয়েছেন। তাদের কারো কাছে আমেরিকার ভিসা নেই। বাইরে গেলে আমি শুধু আমেরিকাতেই যাই। গত ৬/৭ বছর আগে আমি কখনো দুবাই কিংবা অন্য কোনো দেশে যাইনি। শুধুমাত্র আমেরিকায় গিয়েছি। সেখানে তাদের সাথে বিদেশ সফরের কোনো প্রশ্নই আসে না।’

প্রশ্ন ছুঁড়ে শিরিন শিলা আরো বলেছেন, ‘আর একটা কথা, আমি নাকি পর্নোগ্রাফির সাথে জড়িত রয়েছি। যদি এসবের সাথে জড়িত থাকি তাহলে আমি কীভাবে একজন অভিনেত্রী হলাম। আমি তো সানি লিওন নই। আমি অভিনয় করি। আমার যদি পর্নোগ্রাফির কোনও ভিডিও কিংবা লিংক থাকে, তাহলে আজও কেনো সেটা প্রকাশ পায়নি?’

অভিনেত্রী বলেন, ‘আমি একটি ভদ্র ফ্যামিলির মেয়ে। কয়েকটি ভিডিওতে দেখলাম আমাকে দেহব্যবসায়ী বলা হচ্ছে। এসব কথা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব। আমি জানিনা আমাকে নিয়ে কারা এসব মিথ্যা নিউজ করছে, তবে যারা এসক করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনুনাগত ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে শিরিন শিলা আরো জানিয়েছেন, নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করে সামাজিকভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিলিয়ে মোট ১৮টি ইউআরএলের বিরুদ্ধে থানায় মামলা করেছেনে এ অভিনেত্রী। এর পাশাপাশি মামলার প্রস্তুতিও নিচ্ছেন।

শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আঁচল আঁখি, মধুয়া মধু, কিশোর, বড়দা মিঠুসহ আরো অনেকে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

হাতে মেহেদি দিয়ে ‘এস’ লিখে কাকে ইঙ্গিত দিলেন পরীমণি?

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিলেন। ঈদুল ফিতর উপলক্ষে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও হাতে মেহেদির রঙে বিশেষ এক অক্ষর...

জনপ্রিয়

অপরাধ

মহুয়া কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইর এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর রেলস্টেশন...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বিশ্ববাণিজ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি...

মহুয়া কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইর এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বিশ্ববাণিজ্যে আলোড়ন সৃষ্টি...

মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক হামলা চালালো হুতি গোষ্ঠী

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর এসকর্টিং যুদ্ধজাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইয়েমেনের...

গাজায় জাতিসংঘ পরিচালিত ক্লিনিকে ইসরাইলের বিমান হামলা, নিহত ১৯ ফিলিস্তিন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি ক্লিনিকে ভয়াবহ বিমান...

ড. ইউনূসের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া, চট্টগ্রাম বন্দর দখলের হুমকি ভারতীয় নেতার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সাম্প্রতিক...