আলোচিত উরফি জাভেদ’কে বিয়ে করছেন ওরি। নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় দুই সেলিব্রেটি উরফি জাভেদ এবং ওরহান অবত্রমানি ওরফে ওরি। তাদের দুজনকে একসাথে দেখা গেছে শুক্রবার (১৪ জুন) রাতে। ওইদিন সাংবাদিকদের কাছে ওরি জানান, উরফি জাভেদকে বিয়ে করবেন তিনি। সে মুহূর্তের একটি ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, শুক্রবার রাতে তারা একসাথে একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছেন। এ সময় সাংবাদিকদের কবলে পড়েন তারা। এতে ঘাবড়ে না গিয়ে বরং সাংবাদিকদের সময় দেন ওরি ও উরফি।
এ সময় উরফির পড়নে ছিলো সবুজ রংয়ের একটি ফ্রক এবং ওরি পরেছিলেন খয়েরি রংয়ের টিশার্ট ও প্যান্ট। সাংবাদিকদের ওপর বিরক্ত না হয়ে সুন্দর সুন্দর পোজও দেন তারা। এক সময় ওরির গালে ভালোবাসার একটি চুম্বন বসিয়ে দেন উরফি।
তাদের দেখে প্রেমিক যুগল মনে হলে একজন সাংবাদিক প্রশ্ন করেন, আপনারা কি বিয়ে করবেন? এমন প্রশ্নের উত্তরে অসম্মতি জানাননি ওরি-উরফি কেউই। বরং ওরি সম্মতি দিয়ে সরাসরি জানিয়েছেন, কেন বিয়ে করব না? উরফিকে কে বিয়ে করতে চাইবে না!
আলোচিত উরফি এবং ওরির জুটি মনে ধরেছে নেটিজেনদের। ভিডিওটি স্ক্রল করে দেখা গেছে, তাদের নিয়ে বেশিরভাগ মন্তব্যই ছিলো ইতিবাচক। এ জুটিকে দারুণ মানিয়েছে বলে জানিয়েছেন উরফি-ওরি ভক্তরা।
উল্লেখ্য, ছোট পর্দার অভিনেত্রী হলেও উরফি জাভেদ স্টাইল আর উদ্ভট পোশাক পড়ার জন্য প্রায়ই সময় মিডিয়াতে আলোচনায় থাকেন। অপরদিকে মিডিয়ার কেউ না হলেও বলিউডের অন্দরে যেকোনো মিলনমেলা অথবা ঘরোয়া পার্টিতে দেখা যায় ওরিকে।