ডিপজলের বড় ভাই ‘বাদশা’ আর নেই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ-সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তার বড় ভাই হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন ওরফে বাদশা শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন চলচ্চিত্র প্রযোজক, প্রদর্শক, পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৪ জুন) হাসপাতালে ভর্তি হন ডিপজলের বড় ভাই হাজী মোহাম্মদ শাহাদাৎ। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন হাসপাতালের চিকিৎসকরা।
বড় ভাইয়ের সুস্থতা কামনার জন্য সবার কাছে ফেসবুকে দোয়াও চেয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল। কিন্তু শেষ পর্যন্ত মায়ার বন্ধন ছিন্ন করে শনিবার দুপুরে পরপারে পাড়ি জমান হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতি। শোকাহত পরিবার, শুভাকাঙ্ক্ষি ও ভক্তরা।