বলিউডের জনপ্রিয় ইনফ্লুয়েনসার ওরি, যিনি প্রায়ই শোবিজ তারকাদের সঙ্গে দেখা যান এবং আম্বানি পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত, এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওরিকেসহ ৭জনকে আটক করেছে ভারতীয় পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওরি ও তার আরও সাতজন বন্ধুসহ জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন একটি হোটেলে মদ্যপান করছিলেন। সেই এলাকায় মদ্যপান ও আমিষ খাবারের ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় হিন্দু সম্প্রদায়ের একাংশের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, যা পুলিশের হস্তক্ষেপে গড়ায়।
অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে ওরি ও তার বন্ধুদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্ত কমিটিও। আটকদের আইনি নোটিশ পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হচ্ছে।
এই ঘটনায় বলিউড মহলেও আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন, এটি একেবারেই দায়িত্বজ্ঞানহীন আচরণ, আবার কেউ বিষয়টিকে অতি-বড় করে দেখার সমালোচনা করছেন। পুলিশের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর সবার।