হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
গত বছরের এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল।
এর আগে, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন চিত্রনায়িকা পরীমণি। মামলার অভিযুক্ত আসামিরা হলেন, বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত আরও ৪ জন। ওই সময় তদন্তের পর ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনও প্রমাণ পায়নি পুলিশ।