বিরল সংবেদনশীল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন বলিউডের কিংবদন্তী সংঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক। ফলে কানে শুনতে পাচ্ছেন না এই গায়িকা। সোমবার (১৭ জুন) নিজ ভেরিফায়েড ইন্সটাগ্রাম একাউন্টে দেয়া একটি পোস্টে এই অসুস্থতার কথা জানান তিনি।
পোষ্টে তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হঠাৎ তিনি অনুভব করেন যে তিনি কিছু শুনতে পাচ্ছেন না। এটি তার জন্য বড় ধাক্কা, বিরল সংবেদনশীল স্নায়ু রোগ’টি অজান্তেই তার শরীরকে গ্রাস করেছে।
পোস্টে তিনি আরও জানান, ভক্ত ও সহকর্মীদের উচ্চমাত্রার শব্দ থেকে দূরে থাকার আহ্বান জানান। অত্যন্ত সতর্কতার সাথে ইয়ারফোন ব্যবহার করার কথাও বলেন তিনি। এছাড়াও ভক্ত ও সহকর্মীদের প্রার্থনায় তাকে রাখার কথাও বলেন কিংবদন্তী এই শিল্পী ।
অলকার সেই পোষ্টে কিংবদন্তি শিল্পী এ. আর. রহমান লিখেছেন, দ্রুত আরোগ্য কামনা করছি। প্রার্থনা ও ভালবাসা রইলো। সোনু নিগম লিখেছেন, আমার মনেই হয়েছিল সব ঠিক নেই। দেশে ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সুস্থ হয়ে ওঠো।
৪ দশকের ক্যারিয়ারে ১ হাজারেরও বেশি সিনেমায় গান গেছেন অলকা ইয়াগনিক। ভিন্ন ভিন্ন ভাষায় মোট ২১ হাজারেরও বেশী গান গেয়েছেন এই সংঙ্গীত শিল্পী। বিবিসির সেরা ৪০টি হিন্দি গানের তালিকায় ২০টিই অলকা ইয়াগনিকের। এছাড়াও তিনি একাধিকবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।