মৃত্যুর ৫ দিন পর রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় ‘কী ছিলে আমার বলো না তুমি’ গানের কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) রামপুরার বিটিভি ভবনের পেছনের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ৪ থেকে ৫ দিন আগে মৃত্যু হয়েছে তার।
বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানিয়েছেন, কণ্ঠশিল্পী মনি কিশোর বাসায় একাই থাকতেন। কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
তবুও মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।