যারা পুলিশকে ঢিল ছোঁড়ে তারা কখনও ছাত্র হতে পারে না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ‘ছাত্র সমাজ’এর নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল কলকাতা। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের আটকাতে পুলিশ সদস্যরা জলকামান ও টিয়ার গ্যাস ব্যাবহার করে। এ সময় আন্দোলনকারী ছাত্রদেরও বাঁশ, ইট দিয়ে পালটা আক্রমণ করতে দেখা যায়।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত থেকেই ‘ছাত্র সমাজ’এর নবান্ন অভিযান নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করেছেন কলকাতার শোবিজের বেশ কিছু তারকা। এদিকে অভিনেত্রী অপরাজিতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে বলেন, যারা পুলিশকে ঢিল ছোঁড়ে তারা কখনও ছাত্র সমাজ হতে পারে না বলে দাবি করেন তিনি।
ওই পোস্টে তিনি লিখেছেন, ছাত্র সমাজের ডাক মানে শিক্ষার ডাক, আলোর ডাক, ভিতরের অন্ধকার মুছে ফেলে আলোর উন্মোচনের ডাক, সমাজকে সচেতন করে ঘুমন্ত মানুষদের ভাঙ্গানোর ডাক। তরুণ সমাজজের ডাক। বুক পাততে জানে যারা।তারা পুলিশকে ঢিল ছুঁড়তে পারে এটা আমি বিশ্বাস করি না। আর যারা ঢিল ছোঁড়ে তারা কখনো ছাত্র সমাজ হতে পারে না।
এ অভিনেত্রী আরও লিখেছেন, সত্যিই যারা ছাত্র সমাজ, যারা সেই ছাত্র সমাজের প্রতিমূর্তি এটা তাদের কলঙ্কিত করা এবং কলুষিত করা। জানি আমার এই মন্তব্যের বিপক্ষে যুক্তি দেয়ার অনেক লোক আছেন কিন্তু আমরা গণতান্ত্রিক সমাজে বস-বাস করি তাই আমাদের নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।
পোস্টের শেষে অভিনেত্রী অপরাজিতার ভাষ্য, যে ছাত্র সমাজ আরজি কর কাণ্ডে আন্দোলনটা করছেন তাদের আবেগ’কে ধাক্কা দেওয়ার অধিকার কারোর নেই। সেটা কোনো রাজনৈতিক দলেরও নেই, সেটা অন্য কোনো মাধ্যমেরও নেই। বা কোনো মানুষেরও নেই। এ ধরনের আচরণ শুধু মনুষ্যত্বের অপমান।