শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চান না বলে জানিয়েছেন ওমর সানী। ঢাকাই চলচ্চিত্রে এক সময় দর্শকপ্রিয় নায়ক ছিলেন ওমর সানী। বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত যুক্ত থাকেন তিনি। বিভিন্ন বিষয়ে নিজের মতা-মত প্রকাশ করেন তিনি।
এবার ওমর সানী কথা বললেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিষয় নিয়ে। এ অভিনেতা জানালেন শিল্পী সমিতির সদস্য হিসেবে আর থাকতে চান না। সামাজিক যোগাযোগমাধ্যমে কথাটি জানিয়েছেন এই অভিনেতা নিজেই।
শনিবার (২৫ মে) নিজের ফেসবুক পেজে এ নায়ক লেখেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো। সমস্ত শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা রইল।
তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে কিছুই জানাননি ওমর সানী।
এদিকে, বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে সিনেমার কোনো বিষয়ে নয়। বরাবরের মতো গ্রুপিং, চেয়ারের লোভ এবং মামলার কারণে আলোচনায় এ সংঠনটি। এ কারণে চলচ্চিত্রের অনেকেই বিরক্ত।
সর্বশেষ ওমর সানীকে দেখা গেছে ‘ডেডবডি’ নামের একটি সিনেমায়। সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। ওমর সানী ছাড়াও এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান, শ্যামল মওলা, অন্বেষা, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু প্রমুখ।