সুপারস্টার শাকিব খান মুন্সীগঞ্জের জামাই হচ্ছেন এমন খবর চারিদিকে ব্যাপক ছড়িয়েছে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিয়ের গুঞ্জন এখন টক অব দ্য টাউন। শোনা যাচ্ছে, এবার শাকিব খান পরিবারের পছন্দ মতো ৩য় বার বিয়ে করতে যাচ্ছেন। পরিবার পছন্দ করেছেন একজন চিকিৎসক পাত্রী।
নাম প্রকাশ না করার শর্তে শাকিব খান পারিবারিক সূত্রে জানিয়েছিলেন, পরিবারের মতেই এবার তিনি অতীত ভুলে সংসারী হবার সিদ্ধান্ত নিয়েছেন। তারপর থেকেই ভক্তদের কৌতুহল, কোথায় বসবে সুপারস্টার শাকিব খানের বিয়ের আসর? এ বিষয়েও নাকি চিন্তা করছেন শাকিবের পরিবারের সদস্যরা।
জানা যায়, তার পরিবার শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছেন ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে । ওই মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে কিছুদিন আগে দেশে ফিরেছেন। ডাক্তার মেয়ে শাকিবেরও বেশ পছন্দ হয়েছে। ঢাকার পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ। এখন অবধি শাকিবের জন্য ২/৩ পাত্রী দেখেছেন পরিবার। তাদের মধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন।
তবে সবকিছু ঠিক-ঠাক থাকলে এই বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান। আর এ বিয়ের আয়োজনের পুরো দায়িত্ব এখন তার পরিবারের ওপর। সেই সাথে শাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছেন, শাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তারা।