বলিউড অভিনেতা সাইফ আলী খানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাত্র দুই মিনিটেই হাসতালে নিয়ে যান একজন অটোচালক। যার নাম ভজন সিং রানা। সুস্থ হয়েই সেই অটোচালকের সঙ্গে দেখা করেছেন এই অভিনেতা। ইতোমধ্যে তাকে পুরস্কৃত করেছেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
জানা গেছে, হাসপাতালে প্রায় ৫ দিন চিকিৎসা নেওয়ার পরে গত মঙ্গলবার জীবন যুদ্ধে জিতে বাড়ি ফিরছেন অভিনেতা সাইফ আলী খান। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমে জানিয়েছেন, আপাতত ভাল আছেন এই অভিনেতা। তার অস্ত্রোপচার হয়েছে, তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল ছাড়ার আগে সাইফ সেই অটোচালক ভজনের সঙ্গে দেখা করেন। এবং জড়িয়ে ধরেন তার ত্রাতাকে। ছবিও তোলেন ভজনের সঙ্গে। যেটাই এখন নতুন করে টক অফ দ্যা টাউন।
অভিনেতা সাইফের সঙ্গে সাক্ষাতের পর অটোচালক ভজন সিং রানা গণমাধ্যমে বলেন, তারা আমাকে বিকেল সাড়ে ৩টা নাগাদ আসতে বলেছিল। আমি বলি, ঠিক আছে, পৌঁছে যাব। তবে হাসপাতালে পৌঁছাতে আমি একটু দেরিই করে ফেলেছিলাম। তবুও সেখানে গিয়ে সাইফ আলী খানের সঙ্গে দেখা হয়েছে।
তিনি বলেন, ‘যখন হাসপাতেলের ভিতরে ঢুকলাম, দেখলাম সেখানে তার পরিবারের সদস্যরাও ছিল। সবাই চিন্তিত ছিল, কিন্তু সব ঠিকঠাক ছিল। সেখানে সাইফ আলী খানের স্ত্রী, মা এবং সন্তানেরাও উপস্থিত ছিল। তাদের তরফ থেকে আমাকে অনেক সম্মান দেওয়া হয়েছে।
তিনি আরও বললেন, এই যে আজ আমাকে আমন্ত্রণ জানানো হলো, খুব আনন্দ লেগেছে আমার। বিশেষ কিছুই না, শুধু দেখা করার জন্য এই আমন্ত্রণ দিয়েছে। আমি সাইফ আলী খানকে বললাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি আগে আপনার জন্য প্রার্থনা করেছি, সবসময় আপনার জন্য সেই প্রার্থনা করে যাব বলেও জানিয়েছেন তিনি।