শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

একসময় অর্থকষ্টে দিন কাটিয়ে এখন ২৭০ কোটির মালিক

বিশেষ সংবাদ

একসময় অর্থকষ্টে দিন কাটিয়েছেন বিটিএস তারকা দক্ষিণ করিয়ার তরুন গায়ক সুগা। আগস্ট ডি নামেও পরিচিত তিনি। একসময় নিদারুণ অর্থকষ্টে দিন কাটিয়েছেন দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে জন্ম নেওয়া এই শিল্পী। ২০১৭ সালের বিটিএস কামব্যাক শোয়ে তার বক্তব্যে তিনি বলেছিলেন, একসময় এক বেলা করে খেয়েও নাকি তাঁর হাতে বাসভাড়া দেওয়ার টাকা থাকত না।

পরিশ্রমের মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুগা। ১৩ বছর বয়স থেকেই তিনি গান লিখতেন। তবে পরিবারের সমর্থন পাননি। সুগার গানের খাতা বহুবার বাইরে ফেলে দিয়েছেন তার বাবা–মা। সুগার বাবা–মা চাইতেন, ছেলে সরকারি চাকরি করবে।

ভিডিও দেখতে ক্লিক করুন :

তবে সুগা শিল্পীই হতে চেয়েছেন। সেসময় ডেগু শহরেই একটি স্টুডিওতে কাজ করতে শুরু করেন। পরে বিটিএসে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পান তিনি। ভাগ্যবদলের আশায় প্রতি সপ্তাহে লটারির টিকিটও কিনতেন সুগা, তবে লটারি সুগার ভাগ্য ফেরাতে পারেনি।

বিটিএসে শিক্ষানবিশ হিসেবে তেমন কোনো অর্থ পেতেন না। পড়াশোনার খরচ জোগাতে ডেলিভ্যারি ম্যান হিসেবে কাজ করেছেন সুগা। ২০১২ সালের দিকে এক সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন বাকি পড়া টিউশন ফি বিটিএসের তরফ থেকে দেওয়া হয়েছিল।

এরপর ২০১৩ সাল থেকে বিটিএসের সদস্য হিসেবে যাত্রা শুরুর পরপরই তার দিন বদলাতে শুরু করে। দুনিয়াজোড়া পরিচিতির পাশাপাশি কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন করেছেন তিনি। বর্তমানে বিটিএসের সবচেয়ে ধনী শিল্পীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। তাঁর এখন মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৭০ কোটি টাকার বেশি।

সুগা ১৯৯৩ সালের ৯ মার্চ, দেগু, দক্ষিণ কোরিয়াতে জন্মগ্রহণ করেন। তার পরিবারে মা, বাবা এবং একজন বড়ভাই আছেন। গেলো ৯ মার্চ ছিলো শিল্পির ৩১ তম জন্মদিন। দিনটিতে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা পেয়েছেন তিনি। পাশাপাশি তার কষ্টের অতিতের কথাও উঠে এসেছে বিভিন্ন গনমাধ্যমে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ