নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আদাবর থানা ছাত্রদল। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয়ের নেতৃত্বে ছাপরা মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল কয়েকশত নেতা-কর্মীর অংশগ্রহণে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শম্পা মার্কেটে গিয়ে শেষ হয়।
গত ২৯ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ৯ দিনের কর্মসূচি ঘোষণা করে। তার প্রতিবাদে সোমবার (৩ জানুয়ারি) বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ আদাবর থানা ছাত্রদল।
এ বিষয়ে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয় বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত অব্যাহত রেখেছে, কিন্তু আমরা তা প্রতিহত করবো।” তিনি আরও জানান, সংগঠনের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নির্দেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রুখতে তারা প্রস্তুত রয়েছে।
এই বিক্ষোভে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।