রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভায় তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, “দেশ আজ সংকটময় সময় পার করছে। আপনাদের এবং ছাত্রদের আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। অর্ন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতন্ত্রের পথে ফিরে যাওয়া এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৫ বছর গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের এই আত্মত্যাগ শুধু বিএনপি নয়, গোটা জাতি চিরকাল স্মরণ রাখবে।”
ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “সম্প্রতি গণহত্যায় যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। আমি চিকিৎসার জন্য বিদেশে থাকলেও সবসময় আপনাদের পাশে আছি।”
সভায় বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন এবং দলটি আন্দোলন-সংগ্রামের ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।