বগুড়ার সাতমাথায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ডাকে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কোনো ধরনের দলীয় সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির জেলা সংগঠক শওকত ইমরান।
এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, “আজ বিকেলে বগুড়া সাতমাথায় যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেটির সঙ্গে এনসিপির কোনো দলীয় সম্পর্ক নেই। আমাদের দল থেকে কেউ ওই কর্মসূচির পেছনে ছিলনা বা সহ-আয়োজকও ছিল না।”
তবে তিনি স্বীকার করেন, “ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের আমন্ত্রণে আমাদের দলের দু’একজন নেতাকর্মী ব্যক্তিগতভাবে সেখানে সংহতি প্রকাশ করতে গিয়ে থাকতে পারেন। এক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত অংশগ্রহণকে এনসিপির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য করা ঠিক হবে না। সেই দায়ভার এনসিপি বহন করবে না।”
বিভ্রান্তি এড়াতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সুতরাং এনসিপিকে জড়িয়ে কোন সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।”
বিবৃতিটি এসেছে মূল ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে, যে সংবাদে বিভিন্ন দল ও সংগঠনের কর্মীদের উপস্থিতি ও ভূমিকা নিয়ে উপস্থাপন হয়েছে।
উল্লেখ্য, বগুড়ার সাতমাথায় জাতীয় সংগীত পরিবেশনের একটি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উদীচীসহ কয়েকটি সংগঠন হামলার অভিযোগ তোলে এবং সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করে। এই পরিপ্রেক্ষিতেই এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাখ্যামূলক বিবৃতি দেওয়া হয়।