বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় খালাস দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মো: শাহ আলম।
বুধবার (২১ আগস্ট) বিকেলে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: নোমান মহি উদ্দিন এই আদেশ দেন।
মো: শাহ আলম বলেন, এই মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতে নোয়াখালীর চরজব্বর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।
এর আগে, রবিবার (১৮ আগস্ট) দুপুরে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা প্রত্যাহার করতে মামলার বাদী অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেছেন সূবর্ণচর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। এসময় ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানকে বহিষ্কারসহ তাকে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি দেবব্রত চক্রবর্তী। তারেক রহমানের পক্ষে ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট (এবিএম) জাকারিয়া ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।