পোরশায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও শিক্ষকের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর পাহাড়ি পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে শিক্ষকদের প্রচেষ্টায়।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, এমপিওভুক্তি, শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ কারিকুলাম যুগোপযোগী করা ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব দেওয়া হয়েছে । শিক্ষার উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধির কারনে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে গেছে ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে।
পোরশায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা শীর্ষক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, পোরশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, সাধারণ সম্পাদক ও ঘাটনগর পাহাড়ি পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ম্যানজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।