ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। এতে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুধু তাই নয়, ঘূর্ণিঝড় ‘রেমাল’ অতিপ্রবল হয়ে আঘাত হানতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে হতে পারে অতি ভারি বর্ষণ।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, রবিবার (২৬ মে) সন্ধ্যার দিকে ‘রেমাল’ নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার।
এদিকে শনিবার (২৫ মে) সকালে ঘূর্ণিঝড় ‘রেমাল’ ধেয়ে আসার বিষয়ে আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে উত্তর/পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
এমন পরিস্থিতিতে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
এর পরের ৪৮ ঘণ্টা দেশের সকল বিভাগের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় সারা দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। সেই সাথে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।