অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) সহকারী প্রশাসক অঞ্জলি কর।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অন্তবর্তকালীন সরকরের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
সহকারী প্রশাসক অঞ্জলি কর বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার খাতে ২’শ মিলিয়ন ডলার সহায়তা দিবে মার্কিন যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও অর্থ বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষ করা হয়।
চুক্তিটি বাংলাদেশের সাধারণ জনগণের অন্তর্ভূক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে উল্লেখ করে অঞ্জলি কর বলেন, এতে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। আমরা দেশের স্বাস্থ্য ও বিচার ব্যবস্থার দিকেও গুরুত্ব দিচ্ছি। দেশের তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যাতে বাংলাদশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকেও আমরা নজর দিচ্ছি। বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার।