ভারতের দিল্লিতে বাংলাদেশি ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩,০০০ রূপি (বাংলাদেশি টাকা ৪,২০০)। দিল্লির রেস্তোরাঁগুলোও তাদের উৎসবের বিশেষ তালিকায় ইলিশ মাছের দাম বাড়ানোর কথা ভাবছে। এতে রেস্তোরাঁয় ইলিশ মাছ খেতে হলে গ্রাহকদের বাড়তি টাকা গুনতে হবে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে ভারতের মাছ বিক্রেতারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ইলিশ আমদানি করতে শুরু করেছে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় ইলিশ মাছের চাহিদা মেটাতে মজুত রাখা ইলিশ আকাশচুম্বী দামে বিক্রি করছেন অনেকে।
দিল্লির সিআর পার্ক মার্কেট-১ এর মাছ ব্যবসায়ীরা জানান, অনেকে অবৈধভাবে ইলিশ মাছ পাচ্ছেন। তারা প্রতি কেজি ইলিশ ৩,০০০ রুপিতে বিক্রি করছেন।
গোপন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি ইলিশ অবৈধভাবে ভারতে আসছে। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় আমদানিকারক। নিষেধাজ্ঞার আগে, ভারতের দিল্লিতে ও কলকাতায় প্রতি কেজি তাজা ইলিশ বিক্রি হতো ১২০০ থেকে ১৫০০ রুপিতে।