ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্টের নিউইয়র্কের একটি আদালত। তবে এর মধ্যেই আরও একটি দুঃসংবাদ পেলো ভারতের আদানি গ্রুপ।
আলজাজিরা সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতীয় আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থের একটি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে কেনিয়ার সরকার।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দেশটির পার্লামেন্টে দেয়া এক ভাষণে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে হওয়া ২টি চুক্তি বাতিলের ঘোষণা দেন তিনি।
কেনিয়ার প্রেসিডেন্ট রুটো জানান, পরিবহন এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে চুক্তি বাতিলের জন্য নির্দেশ দিয়েছেন তিনি।