বাংলাদেশ পুলিশের স্পেশাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিকট গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের প্রথম প্রতিবেদন জমা দিয়েছে। এতে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে র্যাবের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখসহ র্যাব বিলুপ্তির সুপারিশ কর হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের বিরুদ্ধে গুম-খুনের অসংখ্য অভিযোগ উঠেছে। ২০১৪ সালে নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন কাণ্ডে র্যাব সদস্যদের জড়িত থাকার প্রমাণ মেলে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র্যাব-এর ছয় জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে গুম তদন্ত কমিশনের সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত ১ হাজার ৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮টি অভিযোগ যাচাই-বাছাই করেছেন বলে জানানো হয়েছে।