যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেসসদস্য তুলসি গ্যাবার্ডের মনোনয়ন চূড়ান্ত করেছেনমার্কিন সিনেট। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে তার মনোনয়ন চূড়ান্ত হয়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দার নতুন পরিচালক তুলসি গ্যাবার্ডের অধীনে থাকবে দেশটির ১৮টি গোয়েন্দা সংস্থা। এছাড়াও তিনি গোয়েন্দা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পকে পরামর্শ দেবেন।
তুলসি গ্যাবার্ডের মনোনয়ন প্রক্রিয়া ছিল বেশ কঠিন। গোয়েন্দা কাজে তার তেমন কোনও অভিজ্ঞতা ছিল না। এর ফলে রিপাবলিকানদের ভোট হারানোর ঝুঁকিতে ছিলেন তিনি। তবে একজন রিপাবলিকান সদস্য ছাড়া বাকি ৫২ জন রিপাবলিকান নেতাই তুলসির পক্ষে ভোট দিয়েছেন।
তুলসী গ্যাবার্ডের এই বিজয়কে প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পেরই একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনে নানা পদে তার মনোনীত ব্যক্তিদের দ্রুত সিনেটের অনুমোদন নিশ্চিত করতে চাইছিলেন ট্রাম্প।
উল্লেখ্য, তুলসির বিষয়ে যেসব সমালোচনা ছিল, এর মধ্যে আছে অতীতে যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর প্রতি সমর্থন। ইউক্রেনে রুশ হামলারও সমর্থন করেছিলেন তুলসি। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতিও সমর্থন প্রকাশ করেছেন তুলসি। ২০১৭ সালে, আসাদ যখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ছিলেন, ওই সময় সিরিয়ায় গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন তুলসি।
২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে ডেমোক্রেটিক পার্টির সদস্য পদ থেকে পদত্যাগ করেন তুলসি। এরপর ২০২৪ সালে যোগ দেন রিপাবলিকান পাটিতে।