বুধবার, ১৪ মে, ২০২৫

১১ দফা দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে চা-শ্রমিকদের বিক্ষোভ

বিশেষ সংবাদ

সিলেটে বকেয়া মজুরি ও রেশনসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চা-শ্রমিকেরা।

সোমবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ‘চা–শ্রমিক ও চা–বাগান রক্ষা কমিটি’র ব্যানারে লাক্কাতুরা চা-বাগান থেকে শুরু হয়ে মিছিলটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বেলা দেড়টার দিকে শতাধিক শ্রমিক সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

চা-শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, বকেয়া মজুরি পরিশোধ, বাগান সরদারদের মাসিক বেতন প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক রেশন নিশ্চিতকরণ, বাগানের মাসিক বেতনপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া পরিশোধ, কর্তনকৃত প্রভিডেন্ট ফান্ড (PF) টাকা যথাযথভাবে জমা প্রদান, শ্রমিকদের চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে, নিয়মিত বসতবাড়ি নির্মাণ ও প্রয়োজনীয় উপকরণ (টিন, কাঠ, দরজা, জানালা) প্রদান, বকেয়া বোনাস ও এরিয়া বকেয়া টাকা পরিশোধ, শ্রমিকদের জন্য বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, অবসরপ্রাপ্ত শ্রমিকদের ফান্ডের টাকা দ্রুত পরিশোধ করা।

চা-বাগানের শ্রমিকরা অভিযোগ করে বলেন, তারা টানা ১৩ সপ্তাহ ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না। সিলেটের বুরজান চা-বাগান, বুরজান চা কারখানা, ছড়াগাং চা-বাগান ও কালাগুল চা-বাগানের শতাধিক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। বেতন-ভাতা না পেয়ে শ্রমিকদের পরিবারে অনাহারের পরিস্থিতি তৈরি হয়েছে। শিশুরা তিন বেলা খাবার পাচ্ছে না, পড়াশোনা থেকেও বঞ্চিত হচ্ছে।

বিক্ষোভ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চা-শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম।

চা-শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ‘চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি’র সভাপতি রাজু গোয়ালা, সাধারণ সম্পাদক দেবু বাউরি এবং মালনীছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সমর।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকদের দাবি অবিলম্বে পূরণ না হলে তারা একযোগে কর্মবিরতিতে যাবেন, যার সম্পূর্ণ দায়ভার বাগান কর্তৃপক্ষকে নিতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও রেশন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

চা-শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া পাওনা ও দুর্দশার বিষয়ে কর্তৃপক্ষ এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে দেশের অন্যতম বৃহৎ চা-শিল্পে অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শ্রমিকদের আন্দোলন কি তাদের দাবি আদায়ে সফল হবে, নাকি আবারও আশ্বাসের বৃত্তে ঘুরপাক খাবে? সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ধানমন্ডি থেকে গ্রেফতার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার...

আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: অভিনেতা আরিফিন শুভ

ভারতের এক ক্যাফেতে বসে নিরুত্তাপ কণ্ঠে চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, “আমি সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না।” 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর...

জনপ্রিয়

অপরাধ

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের সাতটি অঞ্চলের আকাশে ফের ঝড়ের শঙ্কা তৈরি হয়েছে। বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার...

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িত তিনজন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের সাতটি অঞ্চলের আকাশে ফের ঝড়ের শঙ্কা তৈরি হয়েছে। বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টার মধ্যে এসব অঞ্চলের ওপর...

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িত তিনজন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য...

জুলাই আন্দোলনে আহত এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জীবনযুদ্ধের লড়াইয়ে থাকা এনাম সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুতর আহত...

ঢাকার প্রধান সড়কে আর অটোরিকশা চলতে দেওয়া হবে না : ডিএনসিসি

ঢাকার মূল সড়কগুলোতে আর কোনো রিকশা চলবে না বলে...

পাকিস্তানপন্থি’ ট্যাগ দিয়ে জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে : হেফাজতে ইসলাম

বাংলাদেশে 'পাকিস্তানপন্থি' বলে কোনো মতাদর্শ বা গোষ্ঠী নেই বলে...