বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনের নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে ভূয়া ডিগ্রি ও প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সাজ্জাদ হায়দারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
জানা যায়, নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে রোগীদের দেওয়া হতো ভূয়া প্রেসক্রিপশন ও ভুল রিপোর্ট। প্রতিষ্ঠানটির মালিক একজন এমবিবিএস ডিগ্রিধারী হলেও নিজের নামের সঙ্গে অতিরিক্ত ভুয়া ডিগ্রি যুক্ত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন।
এছাড়া সেখানে চিকিৎসা ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হতো এবং রোগীদের কাছ থেকে নেওয়া হতো অতিরিক্ত অর্থ। এসব অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এ সময় ভূয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডা. এস. কে সাজেদুল আলমকে আরো ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য নিয়ে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।”