বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা আব্দুর রাজ্জাক (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝিড়া কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ডোমনপুকুর নতুনপাড়া এলাকার আব্দুর বারীর ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফোরকান হত্যা মামলায় তদন্তে আব্দুর রাজ্জাকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।