বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এসময় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঠনঠনিয়া এলাকয় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) এবং সূত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রমজান আলী (৫৫) কে গ্রেপ্তার করা হয়।
ওই সময় তাদের হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টুনের ভেতরে রাখা পাঁচটি কাঁচের পাত্র উদ্ধার করা হয়। প্রতিটি পাত্রে সাপের বিষ ছিল এবং জারের গায়ে লেখা ছিল “রেড ড্রাগন কোম্পানি, মেইড ইন ফ্রান্স”। উদ্ধারতকৃত বিষের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৪২ কোটি টাকা বলে জানায় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।