মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

মেয়ে জাইমাকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

বিশেষ সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর ঢাকায় অবতরণ করবে। তিনি তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন

এর আগে দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। ফ্লাইটটি বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, সেখানে তিনি তার অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।

এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ঐতিহাসিক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ জন্য দলের বিভিন্ন কমিটি কাজ করছে।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চললেও ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তিনি জানান, দেশে ফেরার বিষয়টি একক কোনো সিদ্ধান্ত নয়। পরে ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

এরই মধ্যে তার দেশে ফেরাকে কেন্দ্র করে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যর্থনার স্থান নির্ধারণসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাভোগ করেন তারেক রহমান। ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর ১১ সেপ্টেম্বর তিনি পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

তারেক রহমানের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মো. তারেক রহমানের আমজনতার দলে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি...

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

জনপ্রিয়

অপরাধ

খালেদা জিয়ার মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া, দিনভর নানা কর্মসূচি পালন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে বগুড়ার শেরপুর উপজেলা ও শহর বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)...

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর...

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের ম্যাচ স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের দুটি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিসিবি...

খালেদা জিয়ার মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া, দিনভর নানা কর্মসূচি পালন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে বগুড়ার শেরপুর উপজেলা...

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক...

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের ম্যাচ স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের দুটি ম্যাচ...

খালেদা জিয়ার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি...

মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার জানাজা, স্বামীর পাশেই সমাহিত হবেন বেগম জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে...

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম: শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে...