কুমিল্লার দাউদকান্দিতে প্রকাশ্যে কুপিয়ে ২৩ মামলার আসামি আল মামুনকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আল মামুন (৪০) কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিনি আরও জানান, মামুনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল মামুন দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র, মাদক, খুন ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছিলেন। এসব অপরাধের কারণে তার শত্রুর সংখ্যা বাড়তে থাকে। গত কয়েক মাস আগে যৌথ বাহিনী তাকে ইয়াবা ও দেশীয় মদসহ আটক করে। পরে জামিনে বেরিয়ে তিনি কিছুদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “শুক্রবার রাতে তিন নারীকে সঙ্গে নিয়ে মামুন কক্সবাজার যাচ্ছিলেন। গৌরীপুর বাসস্টেশনে বাস থামলে তিনি পানি কিনতে নিচে নামেন। তখনই ৩-৪ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”