বগুড়ার ধুনটে একাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৭) ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগে আরিফুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেন।
জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসীর মেয়ে। দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে গেলেই ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন আরিফুল ইসলাম। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে আরিফুলের অভিভাবকদের জানানো হয়।
এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন। ওই সময় ভুক্তভোগী কিশোরী চিৎকার করলে প্রতিবেশীরা এসে আরিফুল ইসলাম আটক করে গণপিটুনি দেয়। পরে থানায় খবর দিলে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুল ইসলামকে হেফাজতে নেয়। আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।”