বগুড়ার ধুনট উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে খেলতে নেমে পানিতে ডুবে আয়শা খাতুন (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী গ্রামের কামাল পাশার মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তিন দিন আগে তার মা-সহ সে নানা আব্দুস ছোবাহানের বাড়িতে বেড়াতে আসেন।
জানা গেছে, গতকাল দুপুরে এলাকার সমবয়সী শিশুদের সঙ্গে নানাবাড়ির কাছাকাছি একটি পুকুরে খেলাধুলা করছিল আয়শা। সবাই পাড় থেকে লাফ দিয়ে পানিতে নেমে খেলায় মগ্ন থাকার সময় আয়শা পানির মধ্যে পড়ে যায়। ওই সময় খেলায় সবাই ব্যস্ত থাকার কারণে বাকি শিশুরা টের পায়নি। পরে যখন সবাই পাড়ে উঠে দেখতে আয়শাকে না পেয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয়রা পুকুর থেকে আয়শার ভাসমান মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (এসআই) হারুনর রশিদ সরদার বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহতার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।