বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনে খুন হয়েছেন ম্যানেজার ইকবাল হোসেন (২৪)। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের রংপুর সড়কের দত্তবাড়ি এলাকায় ক্যাশ কাউন্টারের ভেতর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। পরিবার নিয়ে তিনি বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার রাতে ফিলিং স্টেশনে ইকবালের সঙ্গে সেলসম্যান রতনও ডিউটিতে ছিলেন বলে জানা যায়। সোমবার সকালে সহকর্মীরা ক্যাশ কাউন্টারের ভেতরে ইকবালের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে সেলসম্যান রতন পলাতক রয়েছেন।
বগুড়া সদর থানার এসআই নুরুজ্জামান বলেন, “আমরা ঘটনাস্থল ঘিরে রেখেছি। ক্রাইম সিন ইউনিট এসে মরদেহ পর্যবেক্ষণ করবে।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান বলেন, ইকবালের মরদেহ গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পিবিআই ও সিআইডি তদন্তে মাঠে কাজ করছে। হত্যার কারণ এখনও জানা যায়নি।